পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে জয়েন্ট এন্ট্রান্স প্রি-ট্রেনিং প্রদান। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে জয়েন্ট এন্ট্রান্স প্রি-ট্রেনিং প্রদান করা হবে। এই ট্রেনিংয়ের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স (JEE), ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (NEET) এবং পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন।
যোগ্যতা (Eligibility) কারা আবেদন করতে পারবেন ?
- একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা।
- SC বা ST শ্রেণির অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা।
- মাধ্যমিক পরীক্ষায় SC শ্রেণির অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীদের ৬০% নম্বর এবং ST শ্রেণির অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীদের ৫০% নম্বর থাকতে হবে।
- পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।
কি কি সুবিধা পাবে ছাত্র-ছাত্রীরা (Benefits)
১) রাজ্যজুড়ে ৫০টি কেন্দ্রে সপ্তাহে দুই দিন (শনিবার ও রবিবার) ৪ ঘন্টা করে ক্লাস করানো হবে।
২) একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।
৩) স্পেশাল ক্লাস ও মক টেস্টের ব্যবস্থা থাকবে এবং ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৩০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। অর্থাৎ বছরে ৩৬০০ টাকা স্কলারশিপ পাবে ছাত্র ছাত্রীরা।
আবেদন পদ্ধতি (Application)
- অনলাইনে: wbbcdev.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- অফলাইনে: জেলার DWO অফিসে গিয়ে সরাসরি আবেদন জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর, ২০২৩, ছাত্র-ছাত্রীদের উক্ত তারিখের আগেই সমস্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে।
আরো পড়ুন: Chakrir Khobor 2024: রাজ্যে বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে | Latest Government Jobs 2024
গুরুত্বপূর্ণ তথ্য: আবেদন করার সময় কোনো সমস্যা হলে 9123917773 নম্বরে যোগাযোগ করা যাবে। অফলাইনে আবেদনের জন্য আগে থেকে ফর্ম পূরণ করে নিতে হবে। ফর্ম wbbcdev.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
এই প্রশিক্ষণ একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য একটি বড় সুযোগ। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তাই আগ্রহী ছাত্র-ছাত্রীরা অবশ্যই এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদন করুন।