TATA Steel Scholarship 2024: টাটা স্টিল সিলভার জুবিলি স্কলারশিপ! ১ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা

TSDPL Silver Jubilee Scholarship: ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা গ্রুপ। সারা দেশে তাদের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সমাজকল্যাণ ইত্যাদি ক্ষেত্রে নানামুখী কর্মকাণ্ড চলছে। সেই ধারাবাহিকতায় এবার ...

TATA Steel Scholarship 2024 TSDPL Silver Jubilee Scholarship Form Fill Up Last Date
শেষ আপডেট:

TSDPL Silver Jubilee Scholarship: ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা গ্রুপ। সারা দেশে তাদের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সমাজকল্যাণ ইত্যাদি ক্ষেত্রে নানামুখী কর্মকাণ্ড চলছে। সেই ধারাবাহিকতায় এবার টাটা স্টিল এন্ড কোম্পানি তাদের সিলভার জুবিলি উপলক্ষে একটি নতুন স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে। এই স্কলারশিপের নাম TSDPL সিলভার জুবিলি স্কলারশিপ প্রোগ্রাম 2023-24। এই স্কলারশিপে বার্ষিক ১ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা (TSDPL Silver Jubilee Scholarship Eligibility)

আবেদনকারীকে নিম্নলিখিত রাজ্যের বাসিন্দা হতে হবে: জামশেদপুর, কলিঙ্গানগর, পান্তনগর, ফরিদাবাদ, পুনে, চেন্নাই, টাডা এবং কলকাতা। ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান গুলি থেকে আইটিআই / ডিপ্লোমা / স্নাতক / স্নাতকোত্তর স্তরে পাঠনরত থাকতে হবে।

কেবল নিম্নলিখিত বিভাগগুলির থেকে পঠপাঠরত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন:

  1. নার্সিং
  2. আন্ডারগ্র্যাজুয়েট মেডিকেল কোর্স যেমন এমবিবিএস, বিডিএস ইত্যাদি।
  3. স্নাতকোত্তর মেডিকেল কোর্স যে কোন বিশেষীকরণের ক্ষেত্র
  4. প্যারা-মেডিকেল কোর্স
  5. আইটিআই এবং ডিপ্লোমা বিষয় যেমন ফিটার, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডার, নিরাপত্তা ইত্যাদি।

আবেদনকারীদের মাধ‍্যমিক ও উচ্চমাধ‍্যমিকে অবশ্যই ৬০% নম্বর পেয়ে রাখতে হবে।

প্রার্থীর বার্ষিক আয় কোনভাবেই ৫ লক্ষের উপরে থাকা বাঞ্ছনীয় নয়। মেয়েদের, শারীরিক প্রতিবন্ধী ছাত্রদের এবং যারা SC/ST সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের সুযোগ দেওয়া হবে। ক্রীড়াকলাপ ও অন‍্যান‍্য শিক্ষা বর্হিভূত কার্যের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া (Tata Steel Scholarship Application Online)

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে। আবেদন করতে হলে প্রথমে Buddy4study এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

[TATA Steel Scholarship Form Fill Up Last Date] আবেদনের শেষ তারিখ: ২৪ জানুয়ারি, ২০২৪

অনলাইন আবেদনের সরাসরি লিংক: Apply Now

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Documents)

  • সরকার-প্রদত্ত পরিচয় প্রমাণ (আধার কার্ড/ভোটার আইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড)।
  • চলতি বছরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ (ভর্তি রসিদ/প্রতিষ্ঠানের পরিচয়পত্র/বোনাফাইড সার্টিফিকেট)।
  • পারিবারিক আয়ের প্রমাণ (সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে আয়ের শংসাপত্র)।
  • আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।
  • আবেদনকারীর পাসপোর্ট ছবি।
  • দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিট ও সার্টিফিকেট।

স্কলারশিপের সুবিধা: এই স্কলারশিপে নির্বাচিত প্রার্থীরা বার্ষিক ১ লক্ষ টাকা বৃত্তি পাবেন। এই বৃত্তি কেবলমাত্র পড়াশুনার জন্য ব্যয় করা যাবে।

টাটা স্টিল সিলভার জুবিলি স্কলারশিপ পড়াশোনায় মেধাবী ও দরিদ্রদের জন্য একটি স্বপ্নের হাতছানি। এই স্কলারশিপের মাধ্যমে তারা তাদের পড়াশুনা চালিয়ে যেতে পারবেন এবং তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারবেন।

আরো জানুন » Swami Vivekananda Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন, কোন কোর্সে কত টাকা! রইল বিস্তারিত

এই স্কলারশিপের মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীরা তাদের পড়াশুনায় মনোনিবেশ করতে পারবে। তাদের পড়াশুনার জন্য অর্থের অভাব হবে না। ফলে তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারবেন।