New Rules Madhyamik Students: রাত পোহালেই শিক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক! তাই অল্প বিস্তর চিন্তায় খানিক মগ্ন পরীক্ষার্থী থেকে অভিভাবকরা। শেষ মুহূর্তে চলছে জোর কদমে প্রস্তুতি। এদিকে রাজ্য সরকার পরীক্ষার্থীদের (Madhyamik Students) সফলতা কামনার পাশাপাশি একাধিক পরিষেবা চালু করেছে। পরীক্ষা শুরুর আগে থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত জেলায় জেলায় বিভিন্ন কার্যাবলী নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সবটাই যাতে নির্বিঘ্নে ঘটে তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে সবটাই জেনে নেওয়া যাক বিস্তারিত।
মাধ্যমিক পরীক্ষার্থীদের কী কী সুবিধা দেবে নবান্ন (New Rules Madhyamik Students)?
চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু আগামিকাল, ২ ফেব্রুয়ারি আর শেষ হবে ১২ ফেব্রুয়ারি (সোমবার)। সকাল ৯টা ৪৫ থেকে শুরু হবে পরীক্ষা। এবং শেষ হবে বেলা ১টা। পরীক্ষার্থীদের ঢোকার সময় সকাল সাড়ে ৮টা।
আর সেক্ষেত্রে পরিবহন ব্যবস্থায় যাতে কোনো গরমিল না হয় সেই কারণে জেলায় ভোর সাড়ে ৫টা থেকে পরিবহণ ব্যবস্থা চালু হবে। অতিরিক্ত সরকারি বাসে জোর দেওয়া হচ্ছে। পরীক্ষা শুরুর ঠিক দেড় ঘন্টা আগে থেকে পরীক্ষা চলাকালীন মালবাহী ট্রাক বন্ধ রাখা হবে। তবে শুধুমাত্র গুরুত্বপূর্ণ পরিবহনগুলি এবং মেডিকেল পরিষেবা, দুধ অক্সিজেন ওষুধ এগুলি চালু থাকবে। এ ছাড়াও যে সমস্ত এলাকায় ফেরি, অটো, টোটোর মতো যানের উপরে নির্ভরতা বেশি, সেখানেও প্রশাসন ওই সব যানবাহন সচল রাখতে
উদ্যোগী হবে।
আরও জানুন: কবে থেকে উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড বিতরণ শুরু! জানালো সংসদ
ইতিমধ্যেই গত ২৭ জানুয়ারি থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখানে পরীক্ষার্থী, অভিভাবক এবং প্রধান শিক্ষক শিক্ষিকারাও নানা প্রশ্ন করতে পারে। কন্ট্রোল রুমের নম্বরগুলি হল ০৩৩২৩৫৯২২৭৭ ও ০২৩৫৯২২৭৮। এছাড়াও ইমেলের মাধ্যমেও সমাধান সম্ভব। ইমেল আইডি হল [email protected]।
পরীক্ষার্থীদের জন্য পরামর্শ
তাই সমস্ত সুবিধার কথা মাথায় রেখেই পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হবার অন্তত ২ ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে ঢোকার পরামর্শ দেওয়া হচ্ছে। আর সেন্টারে ঢোকার সময় পরীক্ষার্থীদের অবশ্যই কলম, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং স্বচ্ছ রাইটিং বোর্ড নিয়ে ঢুকতে হবে। প্রসঙ্গত চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯,২৩,০১৩ জন। তার মধ্যে ছেলের সংখ্যা ৪,০৫,৯৯৪ জন। এবং মেয়ের সংখ্যা ৫,১৭০,১৯ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২৬৭৫ টি।