WBPSC Food SI পরীক্ষার জন্য প্রস্তুতি কিভাবে নিবেন? সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে জানুন বিশদে

আপনি কি পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে সবচেয়ে জনপ্রিয় চাকরি ফুড সাব ইন্সপেক্টর পদে চাকরির জন্য পরীক্ষার প্রস্তুতিতে পা রেখেছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে উপস্থিত ...

WBPSC Food SI Exam Overview Syllabus Prepration
শেষ আপডেট:

আপনি কি পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে সবচেয়ে জনপ্রিয় চাকরি ফুড সাব ইন্সপেক্টর পদে চাকরির জন্য পরীক্ষার প্রস্তুতিতে পা রেখেছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছেন। আজকে আমরা আলোচনা করব ফুড সাব ইন্সপেক্টর WBPSC Food SI পরীক্ষার জন্য প্রস্তুতি কিভাবে নিবেন ?

মনে রাখবেন ফুড সাব-ইন্সপেক্টর (Food SI) পরীক্ষার প্রস্তুতি শুরু করার সাথে সাথে, আপনি কেবল একটি কর্মজীবনের পথে যাত্রা করছেন না; বরং আপনি এমন একটি ভূমিকায় পদার্পণ করছেন যা অগণিত ব্যক্তির স্বাস্থ্য রক্ষা এবং মঙ্গল কামনা করে। কলকাতার কোলাহলপূর্ণ রাস্তা থেকে শুরু করে গ্রামবাংলার শান্ত গ্রাম পর্যন্ত, রাজ্যের প্রতিটি কোণে এই ফুড সাব-ইন্সপেক্টর অফিসাররা এটি নিশ্চিত করে যে পরিবেশিত খাবার কেবল সুস্বাদু নয়, নিরাপদ এবং সর্বোচ্চ মানের।

ফুড সাব-ইন্সপেক্টর (Food SI) পদে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক সকল প্রার্থীদের জন্য Food SI পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে এই পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকাটা জরুরি। WBPSC Food SI পরীক্ষার প্যাটার্ন আপনাকে সঠিক বিষয়গুলি সম্পর্কে ধারণা দেবে যেখানে আপনি তাদের নম্বর বিভাজন এবং পরীক্ষার সিলেবাস সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ বিবরণ সহ তথ্য পেয়ে যাবেন আজকের এই প্রতিবেদনে।

WBPSC Food SI Exam Overview
Recruiting Body West Bengal Public Service Commission (WBPSC)
Name of the Post Food Sub Inspector (Food SI)
Written Exam 100 Marks
Interview 20 Marks
Application Mode Online
Official Website www.wbpsc.gov.in
WBPSC Food SI পরীক্ষার প্যাটার্ন

WBPSC Food SI নির্বাচন প্রক্রিয়া দুটি পর্যায়ে বিভক্ত। যথা:-

প্রথম পর্যায় –  এই পর্যায়ে একটি লিখিত পরীক্ষা রয়েছে, এখানে প্রার্থীদের জেনারেল নলেজ এবং পাটিগণিতের বিষয়গুলির উপর পরীক্ষা নেওয়া হবে।

  • সম্পূর্ণ পরীক্ষা 100 নম্বরের নেওয়া হবে।
  • জেনারেল নলেজ থেকে 50 নম্বরের প্রশ্ন এবং বাকি 50 নম্বর থাকবে পাটি গণিতের বিষয়গুলি থেকে।
  • পরীক্ষার বহুবিকল্প ভিত্তিক অর্থাৎ M.C.Q ধরনের প্রশ্ন হবে।
  • প্রতিটি প্রশ্নের মান হবে 1 নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের ফলে সেই 1 নম্বরের এক-তৃতীয়াংশ কাটা যাবে।

দ্বিতীয় পর্যায় – এটি নির্বাচন প্রক্রিয়ার শেষ পর্যায় যেখানে প্রার্থীদের বিভিন্ন দিক নিয়ে কমিশন দ্বারা ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। এই টেস্ট 20 নম্বরের ভিত্তিতে নেওয়া হয়।

উভয় পর্যায়ে তাদের দ্বারা অর্জিত নম্বর বিবেচনা করে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা বের করা হবে।

Paper Subject Total Marks Duration
Written Exam General Studies 50 Marks 100 Marks 90 Min
Arithmetic 50 Marks
Personality Test 20 Marks
WBPSC Food SI পরীক্ষার সিলেবাস
General Studies
  • Indian History
  • Indian Culture: Nature and Characteristics
  • Constitutions of India, Political System, and Indian Administrative System
  • Current events of National and International importance
  • Geography of India (Physical, Economical, Social), Main Features
  • Main Features of India’s Economy
  • The Role of Science in Technology in The Development of India
  • Sports and Winners
  • Indian Agriculture and Rural Economy
  • Environment and Ecosystem of India
  • Books and Authors
  • International MoUs, Summits, and Conferences
Arithmetic
  • Number System
  • HCF and LCM
  • Decimal and Fractions
  • Simplification
  • Percentage
  • Time and Distance
  • Ratio and Proportion
  • Average
  • Simple and Compound Interest
  • Profit and Loss
  • Data Interpretation
WBPSC Food SI পরীক্ষার জন্য প্রয়োজনীয় যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: Food SI পরীক্ষায় বসার জন্য আবেদনকারী প্রার্থীকে রাজ্য বা কেন্দ্র সরকার দ্বারা অনুমোদিত যেকোনো বিদ্যালয় থেকে নূন্যতম দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা পাশ করে থাকতে হবে।

বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হলে এই পরীক্ষায় বসতে পারবে। তবে এক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য নির্দিষ্ট বয়সের ছাড় দেওয়া হবে।

WBPSC Food SI পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবেন

WBPSC আয়োজিত এই WB ফুড সাপ্লাই লিখিত পরীক্ষা 100 নম্বরের হবে। পরীক্ষায় পাটিগণিতের উপর 50 টি এবং জেনারেল স্টাডিজ বিষয়ে 50 টি প্রশ্ন থাকবে।

সাধারণ জ্ঞান অংশের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন?

সত্যি বলতে, জেনারেল স্টাডিজ একটি বিশাল বিষয় এবং একজন গড়পড়তা প্রার্থীর জন্য বিষয়গুলি কভার করা খুব কঠিন হবে।

তবে উপরে আলোচিত সিলেবাসে জেনারেল নলেজের বিষয়গুলিতে আপনি প্রস্তুতি নিতে পারেন। এছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যম ও পত্রিকার সাহায্যে বিভিন্ন সাম্প্রতিক ঘটনাগুলি সম্পর্কে আপডেট থাকতে পারবেন, এতে করে আপনার জেনারেল নলেজ অনেকটাই বাড়বে।

এছাড়াও আমরা প্রতিনিয়ত বাছাই করা জেনারেল নলেজ ও বিগত প্রশ্ন উত্তর নিয়ে WBPSC Food SI Practice SET দিয়ে থাকি। আপনি চাইলে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন, সেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সরকারি চাকরি ও তাদের প্রস্তুতি এবং আরও অন্যান্য বিষয়ে সম্পূর্ণ বিনামূল্যে গাইড করে থাকি।

পাটিগণিত অংশের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন?

পাটিগণিত অংশ সম্পর্কে, অনুশীলনের কোন বিকল্প নেই। জেনারেল নজেল যেমন একজন প্রার্থী মুখস্থ করতে পারে তবে পাটিগণিত অংশের জন্য, এটি কঠিন সত্য যে আপনাকে আরও অনুশীলন করতে হবে।

অনুশীলন করার সময় শর্টকাট পদ্ধতিতে গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করুন। যেহেতু পরীক্ষায় সীমিত সময়ের মধ্যে অঙ্কগুলি দ্রুত সমাধান করতে হবে। তাই আগে থেকেই সিলেবাস অনুযায়ী বিষয়গুলিতে বেশি বেশি প্র্যাকটিস করে নিজেকে দক্ষ করে তুলুন। এক্ষেত্রে প্রার্থীরা প্রাথমিক স্তরের অষ্টম মানের পাটিগণিত বই থেকে প্রাথমিক গণিত দিয়ে শুরু করতে পারেন।

আপনার প্রস্তুতিতে আরও সহজ করে দেওয়ার জন্য আমরা নীচে কিছু দরকারী বইয়ের পরামর্শ দিয়েছি। 

Food SI পরীক্ষার জন্য প্রস্তাবিত কিছু বই

আমরা লিখিত পরীক্ষার উভয় বিষয়ে কিছু বইয়ের নাম নিচে উল্লেখ করেছি। ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় আপনার প্রস্তুতির জন্য অনেকটা সহায়ক হবে।

General Knowledge Suggested Books & Periodicals

  • Lucent GK Books – Price ( Rs 150 – 200/-)
  • GK Book by Manohar Pandey ( Arihant Publications)
  • Kiran Bengali Version Books on General Studies
  • এছাড়াও আনন্দ বাজার পত্রিকা, টেলিগ্রাফ ইত্যাদির মত WB ভিত্তিক সংবাদপত্র অনুসরণ করুন।

Arithmetic Subject Suggested Books

  • Quantitative Aptitude by R S Agarwal
  • Kiran Publication Bengali Version Books on Quantitative Aptitude
  • Competitive Mathematics Challenger by Chhaya Prakashani.
  • এছাড়াও WBBSE ক্লাস VII থেকে ক্লাস X পাটিগণিত বই অনুসরণ করুন

WBPSC Food SI পরীক্ষার ইন্টারভিউ প্রস্তুতি কিভাবে নেবেন? এই বিষয়ে আমরা আলাদা একটি প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করব। আশা করি এই প্রতিবেদনের মাধ্যমে WBPSC Food SI লিখিত পরীক্ষার প্রস্তুতি ও সাজেশন সম্পর্কে সহজেই বিস্তারিত ধারণা লাভ করতে পেরেছেন। সুতরাং আজ থেকেই প্রস্তুতি শুরু করেদিন।